একাকীত্বের ভেতর
- অনিরুদ্ধ রনি

একাকীত্বের ভেতর | অনিরুদ্ধ রনি

এই কংক্রিটের শহরে কত মানুষের ভীর,
একাকী গল্প লিখছি ; নিজের ছায়া সঙ্গী__
কখনো সে স্থির আবার কখনো অস্থির!
অদ্ভুত না! নিজের ছায়া অথচ, নিয়নবাতি
তাকে আমার থেকে ছিনিয়ে নেয়...

ব্যাস্ত পথে শত মুখ চেনা__পথচারীদের ভীর,
অথচ, অথচ কেউ ডাকেনি নাম ধরে একবার,
থামায়নি পথ দু-হাত করে প্রসার!
সময় কতটা নির্মম - নির্বিকার,
নির্বিঘ্নে গিলে নিচ্ছে ক্রমে; সমস্ত আমার।

এ হৃদয় শুধু জানে আশাহত পাখি__
ঘর ছেড়ে গেলে ; ঘরে ফিরে না আর।

তারপর একদিন__
নিজের হাতেই দরজা বন্ধ করলাম,
নিজের জন্যেই বাকীটা সময় বেছে নিলাম
গল্পের শেষাংশে লিখলাম ;
আমরা যারা একা হয়েছি,
এই একা থাকার সিদ্ধান্ত__কোন এক
তুমুল ভীড়ের ভেতর বসে নেওয়া হয়েছিল।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।