অনিরুদ্ধ ৫
- অনিরুদ্ধ রনি

অনিরুদ্ধ,
এই পাতাঝরার দিনে, ভীষণ মনে পড়ে তোমাকে।
তোমার শহরে ঝরে সেঞ্চুরি,
আমার সেগুন, মেহগনি।
তুমিও ঝরে গেলে ঝরাপাতার মতন।
যেন চুপচাপ এক নক্ষত্রের পতন!

অনিরুদ্ধ,
চারপাশে কত লোভ, কত বৈষম্য,
একই আকাশের নীচে নেই কোন সাম্য।
ক্ষণস্থায়ী এই জীবন সাজাতে --
কত স্বার্থপরতা মানুষে মানুষে।
কত কাদা ছোঁড়াছুড়ি, শুধু কথার ফুলঝুরি।

অনিরুদ্ধ,
পৃথিবীভরা হিংসা, জিঘাংসা।
ধর্ম, রাজনীতি, আভিজাত্য আর আধিপত্যের লড়াই।
যার যত ক্ষমতা তার তত বড়াই।
কেমন করে মানুষ ভিন্ন মানুষ হয়,
স্বার্থশেষে ভিন্ন রূপ নেয়!
কেমন করে আঘাত করে, দুমুখো হয়।
শুধু অবাক হই আর ভাবি --
আমি বুঝদার হবো কবে, আমার কবে বোদোধয় হবে।

অনিরুদ্ধ,
তুমি নেই তাই নদীর পাড়ে বসা হয়না পা মেলে,
মনের কথাগুলো ঘুরপাক খায় মনের মাঝে!


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।