তারচেয়ে বরং
- অনিরুদ্ধ রনি

এই যে এত চিন্তা বাড়ালে,
চোখের নিচে কালি ছড়ালে,
মুখের হাসি কেড়ে নিলে,
পেটের ক্ষুধা চাপা দিলে!

অবশেষে,
কি হলো তার সন্ধিক্ষণে?
কেমন হলো এত সময়?
কতবার তুমি মরতে চাইলে?
কি পেলে আর কি হারালে?

ভেবে দেখো,
যতটা পথ ছিলো আশার,
দূরত্বটাও ভালোবাসার,
অভিমানের ভাঙা সেতুয়
দূরত্বটা বড্ড অবহেলেয়।

তারচেয়ে বরং,মিথ্যে হেঁসে,
বলতে কথা ভালোবেসে,
থাকতে দু'জন মিলেমিশে,
মনে মনে, আশেপাশে।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।