অনিন্দিতা ২
- অনিরুদ্ধ রনি
অনিন্দিতা,
এক সময় জীবনজুড়ে ছিলো- সীমহীন আনন্দ।
আর এখন সবকিছু কেমন ফ্যাকাসে!
চারপাশে এত হত্যা, এত মৃত্যু
কেমন স্থবির করে দিচ্ছে মস্তিষ্ক।
মননের নেই কোন পুষ্টিকর খাবার -
তাই বহুদিন হয়না ঊর্বর!
এত অসঙ্গতি, এত অসুন্দর!
একদিকে রাজনীতি,
অন্যদিকে মজলুমের আহাজারি...
আজকাল বাতাসটাও লাগে ভারী,
নিঃশ্বাসেও তাই নেই স্বস্তি।
অনিন্দিতা,
কানে বাজে ফিলিস্তিন- অর্ধমৃত,
আহত শিশুর মর্মভেদী যন্ত্রণাক্লিষ্ট চিৎকার,
ঘর হারানোর যন্ত্রণা বর্ষিয়সী নারীর,
প্রেয়সীর প্রিয়তম হারানোর গগনবিদারী হাহাকার,
খোদার আরশও একদিন কেঁপে উঠবে জানি।
জগতের যত মজলুমের মর্মবাণী,
হয়তো সেদিন আসবে সফলতা,
হয়তো সেদিন হাসবে মানবতা।
হয়তো আমার এ মিছে আশা,
জগতে খুন খারাবি বন্ধ হয়েছে কবে?
তবুও আশা নিয়েইতো মানুষ বাঁচে!
অনিন্দিতা,
লোভ, আত্ম অহংকার আর ক্রোধের আধিপত্যে
পৃথিবী ক্রমাগত ছোট হয়ে আসছে,
ভালো মানুষদের জন্যে।
অনিন্দিতা,
তুমি নেই তাই বহুদিন বরফ দেখিনা।
বৃষ্টিও কোন ভাবান্তর জাগায়না,
কেমন আছি, কেউ শুধায়না-
মনজুড়ে কেবলই বিষণ্ণতা!
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।