এই শহরে প্রেম নিষিদ্ধ
- অনিরুদ্ধ রনি

এই শহরে প্রেম নিষিদ্ধ, যৌনবিকৃতা নয়;
ভালোবেসে চুমু খাওয়া নিষিদ্ধ,
ধর্ষন নয়;
পালিয়ে বিয়ে করা নিষিদ্ধ,
বিদেশে পাচার নয়;
প্রক্যাশে হাত ধরা নিষিদ্ধ,
টেনে শাড়ি খোলা নয়।

এই শহরে ছোট কাপড় নিষিদ্ধ,
উদ্ধত পুরুষাঙ্গ নয়;
অন্তর্বাস এর ফিতা দেখানো নিষিদ্ধ,
যৌনাঙ্গ বের করে মুত্রায়ন নয়;
পুরুষাঙ্গের অনুপস্থিতিতে বাইক চালানো নিষিদ্ধ,
বাইক দিয়ে পিষে মেরে ফেলা নয়।

এই শহরে কুকুর নিষিদ্ধ,
বিধ্বংসী মানুষ নয়;
গান বাজনার আবেগ নিষিদ্ধ,
ধর্মের নামে বিকৃত যৌনতা নয়;
মন খুলে কথা বলা নিষিদ্ধ,
মুখ চেপে ধরে তুলে নিয়া যাওয়া নয়।

এই শহরে শুদ্ধতা নিষিদ্ধ,
মুখোশচারিতা নয়।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।