নিষিদ্ধ আগুন
- অনিরুদ্ধ রনি

তোমার নিশ্বাস ছুঁয়ে গেলে শরীর কেঁপে ওঠে,
অন্তর্গত জ্বালা যেন দাবানল হয়ে ছোটে।
আঙুলের স্পর্শ—একটা বিদ্যুৎরেখা,
তোমার ত্বকের উষ্ণতা আমাকে রঙিন রেখা।

হাত রাখলেই আগুন জ্বলে, মন চায় হারিয়ে যেতে,
বাক্যের দরকার নেই, চোখেই ভাষা লেখা থাকে।
তোমার ঠোঁটের তাপে মিশে যায় আমার সমস্ত ব্যথা,
শরীরের গভীরে বাজে এক মন্ত্রমুগ্ধ কথা।

চামড়ার নিচে আগুন, শিরায় শিরায় ঢেউ,
তুমি ছাড়া পৃথিবী যেন অর্থহীন, নেউ!
আমার মধ্যে তোমার স্পর্শ এক অসমাপ্ত গল্প,
যেখানে দহন আর বৃষ্টি মিলে গড়ে তোলে স্বর্গ।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।