পুরুষের সৌন্দর্য
- অনিরুদ্ধ রনি

পুরুষ শুধু কঠিন নয়, মমতারও ছবি,
চোখের মাঝে স্বপ্ন থাকে, ভালোবাসার রবি।
স্পর্শেতে আশ্বাস মেলে, কথায় মধুরতা,
শুধুই কি সে শক্ত পাষাণ? আছে নরমতা।

গভীর চাহনিতে লুকায় যত ব্যথা-গোপন কথা,
দৃঢ় কণ্ঠে বয়ে আনে সুখের প্রথম প্রভাতা।
শুধুই কি সে বাহ্যিক রূপ? সৌন্দর্য তার কাজে,
অন্ধকারে আলো হয়ে পাশে দাঁড়ায় মাঝে।

শক্ত দেয়াল, তবু সে জানে কবে গলে যেতে,
ভালোবাসা আঁকতে পারে গভীর নীল মেতে।
পুরুষ মানে অনুভূতি, গর্ব আর সম্মান,
তার সৌন্দর্য জড়িয়ে আছে ভালোবাসার গান।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।