পুরুষের তাৎপর্য
- অনিরুদ্ধ রনি
পুরুষের সৌন্দর্য নিয়ে কথা বলতে গেলে, এটি কেবল বাহ্যিক রূপের মধ্যে সীমাবদ্ধ নয়—বরং এর গভীরে আছে ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, মননশীলতা, এবং আবেগের অভিব্যক্তি।
একসময় সৌন্দর্যের ধারণা বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের সঙ্গে যুক্ত থাকলেও, আজ তা বদলেছে। পুরুষের সৌন্দর্য বলতে শুধু সুঠাম শরীর বা গাঢ় চাহনি বোঝায় না; বরং তার ব্যবহারে কোমলতা, কথায় মাধুর্য, চিন্তায় গভীরতা, ও ব্যক্তিত্বের দৃঢ়তা মিলিয়ে এক অনন্য সম্মোহন তৈরি হয়।
সৌন্দর্য লুকিয়ে থাকে কারও গভীর দৃষ্টিতে, ক্লান্ত দিনের শেষে প্রিয়জনের প্রতি তার যত্নশীল স্পর্শে, কিংবা অন্ধকারে দৃঢ় কণ্ঠে বলা কোনো আশ্বাসের বাক্যে।
পুরুষের সৌন্দর্য তার চারিত্রিক দৃঢ়তায়, তার মানবিকতায়, এবং ভালোবাসার গভীর প্রকাশে। বাহ্যিক রূপ কখনো কখনো ম্লান হয়ে যায়, কিন্তু মনের সৌন্দর্য চিরন্তন—সেটাই তাকে সত্যিকারের সুন্দর করে তোলে।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।