তফাৎ
- অনিরুদ্ধ রনি
তোমার প্রেম হাঁফিয়ে ওঠে
রেঁস্তোরার ঐ এসি রুমে,
আমার প্রেম যত্নে বাড়ে
সকালের ঐ চায়ের ভাঁড়ে।
তোমার প্রেমের সূত্রপাত
করিয়াছে ঐ চ্যাটিং ডেটিং,
আমার প্রেমের নাড়ী কাটে
টিউশনের ঐ আই ফিক্সিং।
আমার প্রেম তবুও সুখী
চায়ের ভাঁড়ে, গড়ের মাঠে,
তোমার প্রেম আজ শুধুই
তোমার কাছে স্বার্থ খোঁজে।
তোমার প্রেম জমে উঠছে
কোন এক নামী হটেলে,
আমার প্রেম থমকে গেছে
শহরের অলিতে গলিতে।
তোমার প্রেমের প্রত্যাশা আজ
বিছানায় গিয়ে উঠেছে,
আমার প্রেম হাত দুখানির
স্পর্শ দেওয়াও ভুলেছে।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।