প্রিয়তম তোমাকে
- অনিরুদ্ধ রনি
প্রিয়,
তুমি আমার হৃদয়ের অনুভূতির ফুল –
ফুটে থাকো মস্তিষ্কে সুবাস ছড়াও পুরো শরীর জুড়ে। আমি তন্ময়ে চেয়ে থাকি তোমার বিমল মুখশ্রী পানে। মন্ত্রমুগ্ধের ন্যায় কান পেতে শুনি তোমার সুমিষ্ট কথাদের।
তুমি পাপড়ি মেললেই আমি হই উজ্জীবিত –
তোমার সৌন্দর্য পানে তাকালে ভুলে যাই পৃথিবীর বিদঘুটে প্রাণগুলোর বিদ্বেষী সকল মনোভাব, হাসতে পারি প্রানখোলা হাসি, উপভোগ করি মুহূর্তদের।
তুমি অভিমানের ফুলের মেলানো পাপড়ি সঙ্কুচিত করলে ক্ষুদ্র হয়ে উঠে আমার পৃথিবী। নিঃসঙ্গতা এসে আলিঙ্গনে জড়ায়, একঘরে করে আমার আমিকে। কালো মেঘ জমাট বাঁধে বুকের বা পাশে, অঝোরে বরিষ নামে দু-চোখে।
তুমি প্রশান্তির মহাসাগর –
তোমাতে মিশে ভুলে যাই জাগতিক অবসাদ, অধীশ্বরের আশীর্বাদে তুমি এলে তপ্ত মরুভূমি হৃদয়ে এক পশলা বৃষ্টি নামে, ভিজিয়ে দিতে মন, নিভিয়ে দিতে দহন, আজ মস্তিষ্ক হয়েছে কেবল তোমাতে আবিষ্ট।
প্রিয়,
তুমি চিন্তা করো না। তোমার অনুপস্থিতিতে আমি অন্য কাউকে কখনোই খুঁজি না, আমি তোমার জন্যই অপেক্ষা করি হৃদয়ের সকল ব্যকুলতা নিয়ে।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।