অস্পর্শতা
- অনিরুদ্ধ রনি
আমার জন্য জন্মেনি কোনো গুল্মলতা, জন্মেনি কোনো প্রাণ,
পৃথিবী তা জানেনা।
আমাকে ভালোবেসে কেউ কভুও সপেনি তার শেষ শীতের একটা বিকেল!
পৃথিবী তা জানেনা।
আমাকে ভালোবেসে কেউ লেখেনি,উষ্ণ অনুরাগ ভরা চিঠি।
কেউ সিক্ত আঙুলে খোঁপায় তুলে দেয়নি,তরতাজা বকুলের মালা।
পৃথিবী তা জানেনা।
পৃথিবী কেবল জানে, আমি তোমাকে ভালোবেসেছিলাম,
প্রচন্ড ভয়ার্ত কোনো রাতের সকালের মত!
আমি তোমাকে ভালোবেসেছিলাম,মৃত্যুর আগে শেষ প্রহরের মত!
আমি তোমাকে ভালোবেসেছিলাম, এক বৈপ্লবিক পরিবর্তন এর মত!
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।