ভালোবাসা
- অনিরুদ্ধ রনি
শুধুমাত্র তোমার কাছে এলেই
মনে হয়,
ভালবাসা রা এখনো আছে।
অথচ আমি আকাশ ,সমুদ্র,বাতাস,গ্রহ,নক্ষত্র,এমনকি ঝিঁঝিঁ পোকাদের কাছে গিয়ে একান্তে কান পেতেছি-
ওরা বলে ভিন্ন কিছু -
ওরা বলে ভালবাসা প্রবঞ্চনার ভিন্ন ভার্সন ,
সরাসরি না ,তোমাকে শেষ করে দেয়ার
এ এক অভিনব কারসাজি।
শুধু তোমার কাছে এলেই মন কেমন করে উঠে ,
মনে হয়,সত্যি এসব,শুধু কথার ফুলঝুরি নয়।
লোভী হয়ে উঠি মুহূর্তের জন্য সব ভুলে।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।