সুখ বাজি
- অনিরুদ্ধ রনি

যেদিন তোমার নামে সুখ বাজি ধরেছিলাম,
আমার অস্তিত্বের ক্ষয় সেদিনই শুরু হয়েছিল।
আমার কি দোষ বল, তুমি তো কখন জানতে দাওনি তুমি স্বপ্ন চোরাচালান কর।
আর তাইত আমি স্বপ্নগুলো সব তোমার হাতে তুলে দিলাম পরম নির্ভরতায়।
সে সপ্ন নিয়ে সেই যে তুমি মনের সীমান্ত পেরলে আর ফিরনি।
আমি অপেক্ষায় ছিলাম.....
কার্তিকের আকালে কষ্টস্ফিতি বেড়ে দুই অংকের ঘর ছুয়েছিল
তখনো তুমি ফেরনি।
নিজেকে বাঁচাতে সংকচনমুলক কষ্টনিতী অনুসরন করেছিলাম
তাতে জীবন বেঁচেছে কিন্তু কষ্টস্ফিতী আর দুই অংকের নিচে নামেনি।
ভাগ্যিস কিছু স্বপ্ন রিজার্ভে ছিল। কিছু সপ্ন ঋন নিয়েছিলাম এখন তা দিয়েই চলছি।
প্রবাসথেকে এসে একজন স্বপ্ন বিনিয়োগ করেছে।
বলে সবকিছু নতুন করে গড়ে তুলবে।আমি আর না করিনি।
মানবতা বিরোধী অপরাধের দায়ে মনের আদালত তোমার নাগরিকত্ব বাতিল করেছে।
তুমি আর ফিরতে পারবেনা।আমি নিশ্চিন্ত হয়েছি।
তুমি থাক তোমার চোরাবালির দেশে।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।