তুমি নাহয় রোবট পোষ
- অনিরুদ্ধ রনি

রুদ্র হলে বলতাম, তুমি না হয় রোবট পোষ।
অথবা এমন কাউকে, যার মানসিকতার নিউরন জালিকা আর হরমন গ্লান্ডের ক্যারেক্টিটিকস শুধুই তোমার রচনা কর রেপ্নসিভ প্রোগ্রামে প্রতিস্থাপিত হবে।
তার অনুভূতি গুলোও টকিং ক্লকের মত তোমার শিখিয়ে দেয়া ভাষাতেই তোমাকে অভিবাদন জানাবে।
মানুষের পৃথিবীতে অস্তিত্ব লাভ করার কৃতঞ্জতা স্বরুপ তার অনুভূতিগুলোকে হাওয়ায় ভাষিয়ে দেবে।
স্বাদ গন্ধহীন নাইট্রোজেন গ্যাসের মত।
তুমি বরং রোবট পোষ।
তার স্বীমাবদ্ধ চিন্তার পুরোটা জুড়ে শুধু তুমিই থাকবে।
৪০ বছর চাকুরি করে ক্লান্ত সেই কেরাণির একঘেঁয়ে টেবিলটায় সাজিয়ে রাখা ফাইলের মত। তুমি তো এমনটাই চাও।
স্বদেশ,স্বাধীনতা সমাজনীতি ওসব অবাধ্যদের ভাবনা।
তোমার তো নিদারুন বাধ্য একটা প্রেমীক চাই।
তুমি বরং রোবটই পোষ।
তোমার জলরংয়ের ইচ্ছা গুলো পূর্ণতা পাক।আমি ট্রাপোস্ফিয়ারের সীমানা থেকে চেয়ে রইব।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।