অযাচিত জীবন
- অনিরুদ্ধ রনি
আমাদের সময়ের অভাবে
সময়কে সময় দেওয়া হয় না,
কাটিয়ে ওঠা হয় না রুক্ষতার ঝড়ের
রুদ্ধতার পাহাড়।
আয়েশি ব্যস্ত জীবনের কোল জুড়ে
নিঙড়ানো থাকে ব্যস্ত জীবনের অব্যস্ততা।
দীর্ঘশ্বাসের আড়ালে লুকানো থাকে নাভিশ্বাস,
ঠিক যেমন জীবনের মধ্যে লুকিয়ে আছে মরণ।
সুখের আড়ালে লুকিয়ে রাখা স্মৃতি
দুঃখের অবকাশেও সে– হাসে মিটিমিটি।
দেয়ালের কাছে খুঁজি উদারতা মোরা
আকাশ থেকে ফিরিয়ে নেই– মৃত চোখ জোড়া।
লোভের কবলে খুঁজি লাভের বিন্যাস
স্বাধীন হতে গিয়ে হয়ে যাই সন্ন্যাস!
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।