অনিরুদ্ধ ও সুজাতার কথোপকথন
- অনিরুদ্ধ রনি

অনিরুদ্ধ ,
চলো স্বপ্ন কুড়াই
সমুদ্র দেখি , দেখি ঢেউয়ের সংগ্রাম,
গাংচিলের মৌনতা আর সাদা ফেনার কোলাকুলি ,
ভাঙ্গা শামুক- ঝিনুক কুড়াই আর স্বপ্নের মালা গাঁথি
বালুচরে বানাই ঘর , স্বপ্ন সাজাই স্তরে স্তরে
পাথরের পর পাথর রেখে গড়ে তুলি
ইচ্ছের ইমারত...
ভাঁজে ভাঁজে সাজাই স্মৃতিগুলো ,
তোমার, আমার স্বপ্নসুখ আর ভবিষ্যত
বাঁধি এক নতুন খেলাঘর
জীবনে তুলি সুখের আলোড়ন।

সুজাতা,
শুধু তুমি এলেই ...
জীবনের সব পাল্টে যায়
নিমিষেই দূর হয় অস্থিরতা
বুকের ভিতরে হিম করা সব কষ্ট হাল্কা হয়
দীর্ঘশ্বাসটা বেরিয়ে যায় পলকে কর্পুরের মতো ...
তোমায় পেলেই… সব ভুলে যাই
তোমার নেশা আমায় চেপে ধরে পাগলের মতো
অদ্ভুত আনন্দ খেলা করে প্রাণের প্রদেশে...
চক্রবৃদ্ধিহারে স্বপ্ন বাড়ে ইশারায় ইশারায়
প্রেমময়ী এক মাকড়শার জালে আশা জড়ায় ..
শুধু তুমি এলেই আমার জন্ম স্বার্থক হয়
শুধু তুমি এলেই ..
এক মায়াবতীর মায়ায় আমি গলে যাই
তুমি পারো চাঁদ হাসাতে
তূখোড় সূর্য গলাতে
জলে ডুবিয়ে আবার ভাসিয়ে দিতে।

অনিরুদ্ধ দেখো
ঝাঁক বেঁধে উড়ে যায় গাংচিল নীড়ের সন্ধানে
ওদের একাত্মতা দেখেছো
কখনো লাইনচ্যুত হয় না ,
কাউকে ফেলে কেউ চলে যায় না ,
নীল আকাশকে ভালোবেসে উড়ে চলে নিশ্চিতে
যেনো আকাশে বেঁধেছে ঘর , সমুদ্রে জীবিকা।
পাখির ছানাগুলো !
ওরাও শিখে যায় দল বেঁধে চলা ,
কী নির্ভয়ে খুঁটে খুঁটে হেঁটে যায় !
আমরা মানুষেরা কেন পারি না ওদের মতো হতে ?

সুজাতা
তুমি তোমার সরলতা দিয়ে সব দেখো
একটা ক্ষুদ্র জিনিসকেও তুমি বানাতে পারো মহীরুহ
তুমি ভালোবাসো সহজ করে কঠিনেরে
তাইতো
পৃথিবীর সব তোমার পদতলে
তোমার ছোঁয়ায় ওরা হয় সুন্দর, হয় পবিত্র
তুমি এমনি সহজ শুভ্র থেকো সুজাতা
কখনো কঠিনকে করোনা আপন
গড়ে তুলো তোমার পৃথিবী নমনীয় করে।

অনিরুদ্ধ
তুমি আছো আমার পৃথিবী মায়াময়
তুমি ভালোবাসো আমার পৃথিবী নমনীয়
তুমি আমার কঠিন পৃথিবীর এক টুকরো আলো
অথৈ সাগরে নির্ভরতার নাম , আমার ভালোবাসা
আমার প্রেম।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।