তুমিটা আমার তেমন
- অনিরুদ্ধ রনি
জানো তুমি?
রোদের হাসিতে ছড়িয়ে পড়ে শিউলীর সুবাস,
মেঘের পরে বৃষ্টি আসলে লাগে আভাস যেমন;
তুমিটা আমার তেমন!
তুমিটা আমার তেমন– কেমন জানো?
নিঃশ্বাসের শুভ্রতারই গন্ধ মাখা হিজল,
বন্যা দিনের প্লাবনে;
রূপসী তোমার চোখের কাজল–
তুমিটা আমার তেমন!
তুমিটা আমার তেমন–
বৃষ্টির পরে সফেদ চূড়ায়,
পাখিরা হয় যেমন;
তুমিটা আমার তেমন!
এই যে কতো রাগিয়ে ফেলি
কষ্ট-যাতনার ভালে,
তুমি তো আমায় মাফ করে দাও;
হেসে টোল–নিটোল গালে!
মাফ করিতে পারো তুমি
সে তো তোমার অভ্যাস;
তবুও কেমন বিঁধাই তোমায়–যন্ত্রণারই কাটা
তুমি সেথায় পালিশ করো;
মুচকি হাসি সমেত, খানিক নিরবতা!
তুমিটা আমার এমন–
পদ্ম বিলের নীল পানিতে, কোকনদ হাসে যেমন;
তুমিটা আমার তেমন!
তুমিটা আমার যেমনই হও
তুমি সাহিত্য ভাষা,
তুমিটা আমার তেমন–
যার জন্য থাকে,
বুক জমানো এক আকাশ ভালোবাসা!
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।