আপনি
- অনিরুদ্ধ রনি

আপনাকে শুনতে পারার লোভে
আমি প্রহর গুনছি অনির্দিষ্ট প্রতীক্ষার,
ক্ষণে ক্ষণে মনে হয়
আপনাকে শোনার পর হয়তো ক্ষণিকের জন্য থেমে যাবে আমার কুড়ি বছরে তিল তিল করে বেড়ে ওঠা হৃৎপিণ্ড!

আপনাকে দেখার তৃষ্ণায় আকাশ দেখি
আকাশ আমার মাহরাম,
আপনাতে জুড়ে যাওয়ার ইচ্ছে হলে
ভাবতে বসি আকন্ঠ মুগ্ধতা!

আমার দু’চোখ জুড়ে যখন ঝরে পড়ে ভালোবাসার শ্রাবণ, তখন আমি মিশে যাই বৃষ্টি ফোঁটায়।
বৃষ্টির পরশে শরীরে হিম নামে!
তবুও পাওয়া হয় না আপনার একচ্ছত্র পরশ।

ভালোবাসা বুঝি দূরত্বেও হয়?
এই যে আপনার জন্য তুলে রাখা হৃদয়ের লালচে কুঁড়েঘর, এটা বুঝি ভালোবাসা নয়?

❑ আপনি
~ অনিরুদ্ধ রনি


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।