উচিত জবাব
- অনিরুদ্ধ রনি

দরজা খুলে পানি ছাড়ে
জানালা খুলে গুলি,
বন্ধু বলে হাত বাড়ালেই
ভাঙে মাথার খুলি।

গুলির জবাব গুলিই দেবে
জলের জবাব পানি,
বাঁধের বদলে বাঁধই হবে
উচিত জবাব খানি।

সীমান্ত দিয়ে আনবে না
পেঁয়াজ রসুন ডাল,
নিজ দেশে বুনবে ফসল
গড়বে নতুন ঢাল।

বাংলা জুড়ে গড়তে হবে
ডাক্তার হাসপাতাল,
তবেই দাদা খেই হারাবে
রুখবে যখন মাল।

মুখের বুলি ভারত খেদাও
সফল হবে তখন,
নিজ ভূমির সহায় সম্পদ
বাসবে ভালো যখন।

স্বার্থ ভুলে দাদা-দিদিরা
হাত বাড়ায় যদি,
এপাড়-ওপার বইবে তখন
ভালোবাসার নদী।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।