যে উপহারটা আমরা চাই নি
- অনিরুদ্ধ রনি

প্রথম প্রথম মানুষটার অনুপস্থিতির জন্য কষ্ট হয়!

এরপর কষ্ট হয় মানুষটার বানিয়ে রেখে যাওয়া অভ্যাস গুলোর অনুপস্থিতির জন্য!!

একদিন অভ্যাসগুলোর অনুপস্থিতির সাথে আমরা অভ্যস্ত হয়ে যাই ।।

তারপরেও কষ্ট হয় স্মৃতিগুলোর জন্য! মানুষ চলে যায় অভ্যাস চলে যায়,,, স্মৃতিগুলো চলে যায় না... স্মৃতিগুলো বড্ড বেহায়া!!

তারা এদিক সেদিকে চুপ করে লুকিয়ে থাকে, মাঝে মাঝে ছুট করে সামনে চলে আসে... ক্ষণিকের জন্য হৃদস্পন্দনটা থামিয়ে দিয়ে স্মৃতিগুলো আবার লুকিয়ে যায়..!

যাওয়ার আগে একটা লম্বা দীর্ঘশ্বাস উপহার দিয়ে যায়.. যে উপহারটা আমরা কখনোই নিতে চাই নি!


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।