একদিন মুষলধারে বৃষ্টি হোক!
- অনিরুদ্ধ রনি

একদিন মুষলধারে বৃষ্টি হোক!
হারিয়ে ফেলা প্রিয় মানুষটির সাথে সেদিন দেখা হোক
কিছু সময় কথা হোক!
হোক চোখে চোখ রাখা।
কেমন আছো প্রশ্নের উত্তরে -
বৃষ্টির ফোটাতে চোখের পানিটুকু লুকিয়ে , একে অপরকে বলা হোক "আমি ভালো আছি"
একদিন মুষলধারে বৃষ্টি হোক-
"সেদিন অন্তত আমাদের দেখা হোক"।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।