পিছুটান
- অনিরুদ্ধ রনি
কাকে তুমি পিছুটান বলো?
যে প্রত্যেকদিন তোমার জন্য বাঁচে?
যে দিনের শেষে তোমার জন্য প্রার্থনা করে?
যে একলা রাতে খোলা আকাশের কাছে আত্মসমর্পণ করে?
যে গান শোনে না সেই ভয়ে,
পাছে গানের কথাগুলো তাকে দুর্বল করে দেয়?
যে ঝোড়ো হাওয়াকে কাল্পনিক বার্তাবাহক করতে চায়? যে জানে সবকিছু নিদারুন কঠিন,
তবুও আবারও একবার আঁকড়ে ধরতে চায়?
তাকে পিছুটান বলো??
এরা পিছুটান নয়।
এরা গল্প, যাদের সত্যি করতে হয়।
যাদের আলতো করে আগলাতে হয়!
পিছুটান | অনিরুদ্ধ রনি
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।