প্রেম
- অনিরুদ্ধ রনি

চোখে-ঠোঁটে ঐ একটা প্রেম প্রেম নেশা থাকবে
ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে,
দু-একটা দুষ্ট মিষ্টি ডাকনামে ডাকতে মন চাইবে,
তারপর খেয়ালই থাকবে না
কখন তোমার প্রেমে পড়ে গেছি...

আমি প্রেম করতে চাই না
বিশ্বাস নেই এই প্রেমের উপর
প্রেমটা ওই গোলাপের কাঁটার মতো
একবার গেঁথে গেলে ব্যথা হয়;

তখন ভালোবাসি-না বলতে চাইলেও
কেমন গলা শুকিয়ে যায়!
কথা আটকে আসে,
এক নিমেষে মায়া কেটে যায়।।

প্রেম || অনিরুদ্ধ রনি


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।