এবার তুমি ক্ষান্ত হও
- অনিরুদ্ধ রনি
এই অস্থির পৃথিবী একদিন শান্ত হবে
থেমে যাবে যতো হানাহানি আর স্বার্থের কোন্দল
বাতাসে থাকবেনা বারুদের কিন্বা পঁচা লাশের গন্ধ
অফিস আবার সচল হবে
বেজে উঠবে স্কুলের ঘন্টা
শিক্ষার্থীদের কলোরবে মুখোর হবে ক্লাসরুম
পিচঢালা পথ আবার লালের বদলে
কালো রং ধারণ করবে
পৃথিবীর সব আবার চলবে ঠিক আগের নিয়মে।
শুধু মায়ের বুক আর কখনো ভরবে না
ভাই ফিরবে না আর বোনের কাছে
বাবা আর কখনো তার ছেলের কাঁধে হাত রেখে
হাঁটতে পারবেনা।
আর কোনোদিন শিক্ষক খুঁজে পাবেনা তার ক্লাসের তুখোড় মেধাবী ছাত্রটিকে
খুঁজে পাবেনা বন্ধুরা তাদের আড্ডার সবচাইতে প্রাণবন্ত বন্ধুটিকে।
আর কোনো ক্ষুদে বিজ্ঞানী
আকাশে ওড়াবেনা তার নতুন বিমান কিংবা ড্রোন
পৃথিবী আবার শান্ত হবে
ফুটবে আবার ফুল
শুধু কোনো প্রেয়সীর খোঁপায় আর তার জায়গা হবে না
রণ দামামা থেমে যাবে একদিন
তবু থামবে না বুকের ভেতর না বলা কথামালার তীব্র আর্তনাদ।
তবুও হে মাতৃভূমি তুমি শীতল হও
আর নিওনা রক্ত তোমার বুকে।
আমরা এখন ক্লান্ত ভীষণ
এবার তুমি ক্ষান্ত হও।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।