ছুটি
- অনিরুদ্ধ রনি
অবসরের এই যে বেলায়
ভাবতে বসি কবিতাখানি....
দূর গগনে মন চলে যায়
কেমন করে ফিরবে জানি?
সেথায় আছে সবুজ গাঁ
আছে নদী স্বচ্ছতোয়া....
মেঠো পথের বাঁকে বাঁকে
জীবন আছে মিঠে ছোঁয়া।
চোখের পাতায় ভেসে বেড়ায়
নাও দোলে যে আপন দোলায়,
লাগলে পালে সেথায় নাকি
বৈঠা ধরে মাঝি দাঁড়ায়।
নাম না জানা কত কলরব
কিচিরমিচির কতই তানে....
পাগল করে উতলামন
মানে বিহীন কতই গানে।
এমন ছবি কবিতা হয়ে
ভাসায় আমার হৃদয়পুর,
একদিন ঠিক পেলে ছুটি
পালিয়ে যাব সেই বহুদূর।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।