তুমি এসে হাসিমুখে
- অনিরুদ্ধ রনি

তুমি এসো আমার শেষ রাতের সুখস্বপ্ন হয়ে–
মাদুর পেতে বসো কল্পনায় আঁকা ছোট্ট শহরে!
তুমি শিমুলবনের গাঢ় লাল প্রেম হও আমার,
চৌকাঠ থেকে রাজপথ সরব হোক প্রেমের মিছিলে!

নবান্নে নতুন শস্যের রংয়ের মতো সজীব হও,
প্রিয়তম ফুলের সুবাস ছড়িয়ে যাক ঘন কালো বেণীতে।
সদ্যোজাত শিশুর হাসির মতো নির্মল হোক ওই হাসি,
তুমি চলনে-বলনে স্নিগ্ধতা ছড়াও প্রিয় আকাশী!

প্রতীক্ষিত প্রেম আমার, তুমি ছন্দ হও–
তোমারে নিয়ে লিখি না বলা কবিতা!
শূন্যতা দূর করে পূর্ণতা হও আমার,
হৃদ মাঝে এঁকে নিই–
হাসিমুখ ওই ছবি টা!


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।