হেরে গেলাম নিজের কাছেই
- অনিরুদ্ধ রনি

আমার শেষ বিদায়ে কেউ চোখের জল না ফেলুক,
আজন্ম আত্মত্যাগ যাদের আত্মায় কৃতজ্ঞতার জলছাপ ফেলতে পারেনি–
আমার প্রস্থানে তাদের মায়াকান্নায় মৃত আত্মা অপবিত্র না হোক!

আমি চাই,
আমার বিদায়ে হিজলতলায় শুষ্ক বাতাস বয়ে যাক,
শিল্পকে ধারণ করে বেঁচে থাকা বাবুই আমারে লতাগুল্মে ঢেকে দিক।
অনিয়ত ভবিষ্যত না ভেবে আবেগ বিলিয়ে দিয়েছিলেম যাদের জন্য–
সে মানুষ গুলো আমায় ভুলে যাক!
নিঃশর্ত ভালোবাসার মানুষটা আমারে নিয়ে না ভাবুক।

লোকালয়ের কোলাহলে হয়েছিলেম যাদের প্রিয়জন–
তারাই তো অগোচরে আমারে নিয়ে ঠাট্টা-তামাশা করেছিলো,
আশাহত যোদ্ধার ন্যায় শেষ সম্বল তুলে দিয়েছিলাম যার হাতে–
সে-ই বিশ্বাসঘাতক হয়ে আমায় 'বেঈমান' বলেছিলো।
সবটা দিয়ে কারো প্রিয়পাত্র হয়ে উঠতে চাওয়া আমি,
শেষবেলায় আমায় ভেবে দুচোখের জল ফেলার মতো কাউকে পাইনি।

আমি চাই,
ঝিঁঝিঁর ডাকে সন্ধ্যা ঘনিয়ে এলে আমার মৃত্যু হোক,
মাটিতে মিশতে চাওয়া দেহখান–
সবার আড়ালে নিশ্চিহ্ন হোক!
বিষাদে বিষাক্ত আত্মা আমার পোকাদের দখলে যাবে,
তবুও তো আমায় রেখে বিত্তবানের বিলাসিতা হবে!

অলখে চেয়ে অথৈ জলের শেষ প্রান্ত খোঁজা আমি,
হারিয়ে যাবার আগে হেরে গেলাম নিজের কাছেই!


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।