দীপান্বিতা, আমার তোমারেই প্রয়োজন
- অনিরুদ্ধ রনি
মার্ক্স-লেলিনের বিপ্লবী চিন্তাধারায় কি কবিতা হতো?
আমার জানা নেই!
আমার কবিতায় ঝরে পড়া কৃষ্ণচূড়ার রক্তাভ রঙের মতো তাঁদের লেখনীতে লাল আভা প্রকাশ পেতো?
আমি খেয়াল রাখিনি..
শুধু জেনেছি, তোমাকে পেতে যদি আমার 'চে' এর মতো দিগ্বিদিক ঘোড়া ছুটাতে হয়-
আমি রাজি আছি।
তোমাকে পেতে যদি বিপ্লব হয়,
তবে আমি রুশোর মতো লিখবো ফরাসি বিপ্লবের সাহিত্য!
আমার রক্তপাত যদি তোমাতে আনে প্রশান্তির ছোঁয়া,
তবে আমি বেপরোয়া হবো!
যদি বিশ্বাসের ফুল দিয়ে হাতে হাত রাখতে পারো,
তবে আমি ভালোবাসার স্রোতধারা বইয়ে দেবো।
পৃথিবীর বুকে শালুক দেখা জোৎস্না নামবে-
তোমার ভালোবাসার সুর শুনে!
তোমারে পেতে হয়তো রাস্তায় রাস্তায় বুলেটের ভেলকি দেখাবো।
সশস্ত্র অভ্যুত্থান কিংবা প্রিয় প্রেমের আয়োজন-
জানান দেবে প্রতিমুহূর্তে,
হে দীপান্বিতা, আমার তোমারেই প্রয়োজন।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।