তোমার স্পর্শ
- অনিরুদ্ধ রনি

তোমারে নিয়ে মস্তিষ্কে রন্ধ্রে রন্ধ্রে গেঁথে যাওয়া উদ্ভট প্রেম সাহিত্য–
আর আমার ধোঁয়া ওঠা চায়ের কাপের শেষ চুমুক,
মাস্তুলে থাকা ঝড়ো হাওয়া–
আর নাবিক হয়ে তোমায় আঁকড়ে ধরার প্রচেষ্টা,
এই সবই আমার ভালোবাসার নিবেদন!

আমার গিটারে তোলা মৃদু সুর থেকে–
কবিতায় উচ্চারিত প্রেম-বিদ্রোহ,
আমার রাজনৈতিক আলাপচারিতায় ফুঁসে ওঠা বজ্রকণ্ঠ,
সদ্য ফোটা ফুলের নিষ্পাপ চাহনি–
এরই মাঝে তোমাতে চাওয়া প্রেম..
আমারে উন্মাদ করে তোলে।

অস্ফুট কণ্ঠে অপ্রকাশিত প্রেম আমারই–
যার চালিকাশক্তি এই কবিতা,
কিংবা তোমারে বুঝানোর চেষ্টা–
কতটা উদগ্রীব আমি ওই স্পর্শ পাওয়ার জন্য!


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।