দীপান্বিতা
- অনিরুদ্ধ রনি
কোনো এক সপ্তদশী আমারে তার প্রথম প্রেমের গান শুনিয়েছিলো–
এক ঘনঘোর বর্ষায়,
আমিও প্রথম প্রেমের শীতল স্পর্শে তারে উৎসর্গ করেছিলেম প্রিয়তম কবিতার ছন্দ!
পুরোনো ছবির অ্যালবাম ঘেঁটে আগেকার মানুষ চেনা দুষ্কর হলেও–
সে প্রিয়তমার সুখস্মৃতি আমার এক মুহুর্তও ভুলে যাওয়া হয়নি।
আজ আবার মন ভালো করে দেওয়ার বৃষ্টি নেমেছিলো শহরে,
অথচ,
প্রাচীন সাহিত্যের কাব্যিকতায়–
সেদিনের বকুলের মালা গাঁথা স্মৃতি আজ আমায় বিষণ্ণ করে,
ভারাক্রান্ত হৃদয় স্মরণ করে কদম হাতে বৃষ্টি বিলাসের স্মৃতি!
আমাদের দেখা হয় না বোধ করি বহুকাল,
তবু, একবার 'ভালোবাসি' বলেছিলেম যারে–
এখনো ভুলতে পারিনি তারে,
হয়তো পুরোনো প্রেমের স্মৃতি মনে করিয়ে দিতে বৃষ্টি নামে আমার শহরে।
দীপান্বিতা–
এখন কি তোমার ওই পুরোনো দিনগুলো মনে পড়ে?
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।