আর কতদূর
- অনিরুদ্ধ রনি

কল্পনায় হারিয়েছি, স্বপ্ন ফুরিয়েছে,
কলমের কালি শুষ্ক কয়লার মতো–
ছন্দের কাটাকুটি! বিষাদে বয়ে যায় উষ্ণ দীর্ঘশ্বাস,
নিজেরে খুঁজে ফিরছি আমি পুরোনো, আধছেঁড়া বইয়ের মলাটে!

সাফল্যের ঘোর রক্তে মিশে,
তবু ঘামের মূল্য দেয় না সব প্রতিজ্ঞার দাম,
দু'চোখে বিশ্বজয়ের সাধ–
সব কটু কথা হয় না প্রতিবাদ।

মহাপ্রাচীরের তলে পিষ্ট এক আজন্ম স্বপ্ন,
আমি আজ দিক হারা মুসাফির।
আক্ষেপে বিক্ষিপ্ত মন বলে–
কতদূর ওই সুখ নীড়!
দীর্ঘশ্বাস ফেলে চেয়ে থাকি–
মৃত্যু দূত বুঝি এখনো বহুদূর?


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।