একদিন আমি নিখোঁজ হবো!
- অনিরুদ্ধ রনি
একদিন আমি নিখোঁজ হবো..
আমারে খুঁজবে কি-
শহরের প্রতিটা নিয়ন আলোর বিজ্ঞাপনে?
যেদিন আমি নিখোঁজ হবো-
বর্ষার প্রিয় বর্ষণে নেবে কি আমার খোঁজ?
কোনো এক ঝুপড়িতে নেমে আসা আঁধারে
তুমি খুঁজবে আমায়?
যেদিন আমি হাওয়ায় মিলাবো,
ভারী হবে তোমার দীর্ঘশ্বাস?
যখন কীটের খাদ্য হবে আমার ফুসফুস,
তখন কি উল্লাসে মাতাবে জ্বলন্ত সিগারেট?
নাকি বুকের মাঝে জমবে তোমার আকাশসম বিষাদ?
যেদিন আমি নিখোঁজ হবো-
সেদিন খোলা হাওয়ায় দোলাবে তোমার কেশ?
নাকি স্মৃতিতে আমায় খোঁজা হবে তোমার অভ্যেস?
ওদিন কি হবে মলিন আমার প্রস্থানে?
নাকি তুমি হাসবে আবার নতুনের আয়োজনে!
প্রিয় প্রেম আমার..
একবার চেয়ে দেখো,
বন্ধুত্বের গূঢ়তায় তোমারে মেনেছি খোদার উপহার,
মনে রেখো আমায়,
মরি যেন আমি, তবু তোমারে চাই না হারাবার!
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।