প্রেম গণিত
- অনিরুদ্ধ রনি

তুমি চাও প্রেম টা জ্যামিতিক ত্রিভুজ,, আর আমি চাই জ্যামিতিক চতুর্ভুজ,,
তুমি দৈর্ঘ্যেকে ঠেসমূলে রাখো,,আর আমি প্রস্থকে তোমার চোখের ভিতরে রাখি,!

ভ্যাবাচ্যাকা ছ্যাঁকা খেয়েছ তুমি প্রেম জাননি,?
সংলাপ নেই, ভাষন নেই, উত্তর নেই, প্রশ্ন নেই,,
এতোদিন মেকি ঠুংরির প্রেমে তুষ্ট ছিলে তুমি,,

তোমায় ভালোবাসলে হিংসেও আদর হয়ে উঠে চোখে,
বলোতো কবে তুমি শীত নিয়ে এসেছিলে এই শহরে?

আমি তরুন প্রেমিক বলে তুমি নও গণিকা,
যেকোন দূরুত্বে গেলে তুমি হও কেন আবার যারতার খেলোড়ে প্রেমিকা?


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।