বেশ্যা
- অনিরুদ্ধ রনি
তোমার কাজলে সন্ধ্যার আলোছায়া,
পায়ের নূপুরে বিষন্নতার ধূলো,,
স্তনের ভাঁজেতে রক্তের রাত পাখি,
যোনীর দোয়ারে পৃথিবীটা এলোমেলো ৷
হয়তো বা তুমি চাওনি বেশ্যা হতে,,
অভাব কিংবা স্বভাবে হয়েছ নত,,
কতো পুরুষের ভোগের সোহাগী তুমি,,
বেশ্যাপাড়াটা তোমার ব্যাক্তিগত,,,
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।