তুমি যদি বলতে
- অনিরুদ্ধ রনি

দেবী তুমি যদি বলতে-
নীল শাড়ির আস্তিনে জমা হতো বিদ্রোহী প্রেম।
রাস্তায় ঠোঁটে-ঠোঁট, ব্যারিকেড ভেঙে উঠে যেতো- একশো চুয়াল্লিশ ধারা।
তুমি যদি বলতে-
‘প্রেম’ শব্দটি হয়ে যেতো মৌলিক অধিকার- শুধু কবিতার জন্য জন্ম হতো আরেকটি রাষ্ট্রের।

তুমি যদি বলতে-
হাইকোর্ট প্রাঙ্গণে হতো গোলাপের চাষ- ট্যাঙ্কার,প্যারাট্রুপারে বিলি হতো অবিরত- প্রেমপত্র।

তুমি যদি বলতে-
সংবিধান ভরে যেতো শেলী-সেক্সটনে;
কাশ্মীর হয়ে যেতো ভালোবাসার অভয়ারণ্য।

তুমি যদি বলতে;
আরেকটা বার বৃষ্টি হোক- এই নিহত সমুদ্রে আরেকবার সাইক্লোন-


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।