চুম্বনের ফুল
- অনিরুদ্ধ রনি

শয়ন-মন্দিরে তুমি এসেছিলে সবুজ কামিজে,
অস্থির দু’হাতে যেই খুলে ফেলি ঝিনুক বােতাম
বেড়ালের মতাে লাফ দিয়ে বেরিয়ে এলো তোমার স্তন,,

দেবী তুমি দাঁড়িয়ে রইলে, আমি চুম্বনের ফুলে
সারাদেহ ঢেকে দিয়ে পূজাপাঠ শুরু করলাম।
তুমি তাে মাটির নও– ছুঁয়ে আমি দেখেছি আঙুলে,
তবুও মন্দিরে ঢুকে প্রথমেই তােমাকে প্রণাম।

অর্থাৎ তােমার বুকে বুক রেখে স্ত্রোত্রপাঠ করি-
সামান্য শব্দই মাত্র ‘ভালােবাসি’– বলি বারবার;
তােমার পূজার আমি পুরােহিত, তুমি তাে ঈশ্বরী
যা বলে বলুক লােকে,তাতে আমার করার কি, ।

শরীর ধুনুচি হয়ে ধূপগন্ধে ভরে তােলে ঘর।
সবুজ কামিজ একা সারারাত মেঝের ওপর ॥


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।