তবুও অবাক
- অনিরুদ্ধ রনি
এই যে নিষিদ্ধ সঙ্গম শেষে রােজ ফিরে যাওয়া যে আমার,
ভুলতে কি পারি সেই সমতল উত্তল খামার—
যেখানে দু’দণ্ড থেমে সর্বসুখ পেয়েছি স্বর্গের;
যদি লিখি, নিশ্চিত সে খাদ্য হবে তুমুল তর্কের।
স্তন আর যােনি আছে সকলেরই— তবুও অবাক,
সকলেই বলে ওটা ওইসব মনে চাপা থাক।
বরং পদ্যেই যদি তােকে শুধু ভালােবাসা নিয়ে,
সেই ভালােবাসা যার পরিণামে লুলাকে করে বিয়ে।
বিয়েতেও নিষেধের আছে বহু ধরনধারণ!
যা হয় শােবার ঘরে, প্রকাশ্যে তা বলাটা বারণ।
অথচ যে-স্বর্গ হয়ে ওঠে দুই দেহ সম্মিলনে,
বুঝি না সে সব লেখা অপরাধ হবে কী কারণে!
থাকুক মানুষ তবে নিমসাধু সুশীল সৌজন্যবশত;
দেহের মন্দিরে আমি থেকে যাই পূজায় নিরত ॥
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।