রহস্যময় দেবী
- অনিরুদ্ধ রনি

দুঃসহ সুন্দর তুমি- কুঠারের ধার ঝলসিত-
শয্যায় শয়ান তুমি- হাড়িকাঠে গলা পেতে আছিও-
দুটি স্তনের খাঁজে- বলিদান হলে আমি বাঁচি।
কিন্তু তুমি দেবী বড় রহস্যের করাে বিলম্বিত।

উজ্জ্বল দৃষ্টির দ্যুতি, জঘনের চাপে স্বর্গদ্বার
রেখেছাে আবদ্ধ করে, কিন্তু জানি ওখানেই গতি!
তুমি যে তাকিয়ে আছাে– দিয়েছি তাে নিঃশর্ত সম্মতি।
আমাকে গ্রহণ করাে, দেরি আর সহে না আমার!

নিষ্পলক চেয়ে আছাে, আর আমি আছি চোখ বুজে।
তোমার শরীরে তাপ, আগুনের শব্দ টের পাই
তােমার নিঃশ্বাসে আমি, অপেক্ষায় হয়ে যাবাে ছাই—
ওদিকে বৃষ্টির ফোটা— সেও তপ্ত উত্থান গম্বুজে।

আর তবে দেরি কেন! দেবী তুমি করাে শঙ্খধ্বনি।
তােমার কুঠারে রক্ত মেখে দেবে প্রেমিক ধমণী ॥


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।