মৃত্যুকামী
- অনিরুদ্ধ রনি
সৈনিক যেমন তার বন্দুকের পরিচর্যা করে,
বেয়ােনেটে গ্রীজ মাখে, দাখে নল ঘুরিয়ে ফিরিয়ে;
সতত সতর্ক থাকে কোথা থেকে কোন্ পথ দিয়ে।
আক্রমণ করে কেউ! জেগে থাকে ঘুমেরও প্রহরে।
তুমিও তােমার মুখ পরিচর্যা করাে প্রতিদিন।
ঘর থেকে বেরুবার সমাবেশে দাঁড়াবার কালে,
আঁকো চোখ, ঢাকো ত্বক ঘন পাউডারের আড়ালে,
ঠোটের কামনা কোষে লিপস্টিক, চশমা রঙিন।
যখন পার্টিতে যাও, আক্রমণ আশঙ্কায় নয়,
নিজেই হামলা তুমি করাে প্রতি যুবক শিবিরে,
শরীরে তরঙ্গ তুলে, দুই চোখে কামনার তীরে
তখন তােমার কাছে মানি আমি ঘাের পরাজয়-
কিন্তু অনেকেই দেখে! মরে যাই একমাত্র আমি!
রূপের রুপালি ছুরি- বুকে ধরি- আমি মৃত্যুকামী ॥
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।