সুন্দরের সংজ্ঞা
- অনিরুদ্ধ রনি
তুমি জানতে চেয়েছিলে সুন্দরের সংজ্ঞা,
তারপর আমি তোমার দীঘল কালো এলো চুল,,কাজল যুক্ত কালো আঁখি, কিশোরী স্তন,
মদের পাত্রের ন্যায় নাভী, দু দন্ড সুখ পাওয়া সেই যোনি দে-শ অনুভূতির সমস্ত রোমকূপে,সুন্দরকে ভাগ করে দিয়ে, এই ঠোঁটে ছুঁয়েছি তোমার শরীরের সমস্ত সৌন্দর্য !
তুমি জানতে চেয়েছিলে, তোমাকে কি নামে ডাকবো?
আমি মেঘ-সমুদ্র-পাহাড়ের নামে তোমাকে অজস্র উপমায় ডেকেছি। তবে অপ্সরা নামটা তোমাকে পরিপূর্ণতা দেয়,,
স্পষ্ট মনে আছে সেদিন রাত পৌনে তিনটায়, তোমার কপালের টিপ হারিয়ে যাওয়ার পর-
আমি চাঁদকে আহ্বান করেছিলাম, তোমার কপালে স্থায়ী আবাস গড়তে,
চালাক চাঁদ প্রত্যাখ্যান করেছিলো, কারণ বলেনি। তবু আমি জানি-
তোমার সাথে সৌন্দর্য্যের লড়াইয়ে হেরে যেতে চায়নি চাঁদ।
তোমাকে ছোঁয়া হয়নি আর,তোমার সাথে দেখাই হয়নি!
কিন্তু তোমার সেই লবনাক্ত শরীরের নেশা, আমার মস্তিষ্ক থেকে এখনো যায়নি,
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।