একে বলে ভালোবাসি
- অনিরুদ্ধ রনি

দেবী তুমি ও জ্যামিতি, তােমাতেও বৃত্ত আছে, আর
ত্রিভূজও তােমারই দেহে, সমতলও সেই তােমাতেই।
নিপুণ কোণের ডিগ্রি ঠিকঠিক হিসেব করবার
চাঁদাও তােমারই দেহে দৃষ্টি দিলে দেখা তাে যাবেই।

সমকোণ? সেও গড়ে ওঠে খুব নিখুঁত আকারে,
যখন শয্যায় তুমি অসম্মাত আড় হয়ে শােও
যখন ফিরিয়ে মুখ পড়ে আছি দু’জন দু’ধারে,
যখন রতির মাঠে বিচ্ছেদের ধান তুমি রােও।

বলেছি ধানের কথা, মূর্খ আমি জ্যামিতি বিষয়ে-
জানি শুধু চাষবাস, দেহ আর মাঠ একাকার-
বীজের বপন-ঋতু ব্যর্থতায় যায় যদি বহে,
দেহের ভাগ্যেই জোটে পরিণামে তীব্র অনাহার।

তাই চাষ দিতে চাই ওই দেহে আমি এক চাষী।
এ-চাষ সে-চাষ নয়- একে বলে ভালােবাসাবাসি!


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।