গোলকধাঁধা
- অনিরুদ্ধ রনি
নারীদের উঁচু বুকে চোখ রেখে রেখেই পুরুষদের গঙ্গাপ্রাপ্তি হয়।
কেবল নারী ঠোঁটের স্পর্শস্পৃহায়
পুরুষদের-কৈশোর, যৌবন হয় -যৌবন, বার্ধক্য হয়।
নারী নিতম্বের খাঁজে খাঁজে
পুরুষ তার-পৌরুষত্ব, বীর্য্য, ত্যাগ, প্রতিজ্ঞা, অভিমান-
সবই হারিয়ে ফেলে।
চোখ মেলো-কি দেখছো? শিল্প?
অথবা নারী অবয়বে, কামনার স্রোত?
অথবা তার চোখে, সর্ব্ব বিধ্বংসী আগুন?
অথবা তার উঁচু উঁচু বুকে, পাহাড় চড়ার হাতছানি?
অথবা- পিচ্ছিল ঢেউ খেলানো নারী নিতম্বে,
উচ্ছৃঙ্খল চড়ুইভাতির স্বপ্ন?
নারীর অসীম সৌন্দর্য্যে
যে পুরুষ মোহিত, পুলকিত, কৃতজ্ঞ;
সে পুরুষ, নারী-পূজা করে।
নারী ওষ্ঠে সে, গোলাপের পাপড়ি দেখে
নারী বক্ষে সে, মাতৃত্বের মায়া গড়ে
নারী নিতম্বে সে, মহাবিশ্বের গোলকধাঁধা আঁকে।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।