হারামজাদা মানুষ
- অনিরুদ্ধ রনি

সর্ব্বত্যাগী সাধু হয়ে হারানো পুণ্য। অথবা সর্ব্বভূক পাপী হয়ে হারানো পুণ্য?
কে জানে এর উত্তর?

মানুষের জীবন যন্ত্রণা দেখেছিকিন্তু মৃতের যন্ত্রণা দেখি নি। তার অমৃতপ্রাপ্তিও দেখিনি।

হারামজাদারা এতোই গোঁয়ার আর অন্ধ
অদৃশ্য শক্তিকে খুশি করতে
আপন সন্তান উৎসর্গ করে।
ধর্মগুরুর যৌনাঙ্গ দ্বারা ধর্ষিত হওয়াকে
পবিত্র পাপমুক্তি ভাবে।

অথচ দেবতা?
নারী ঊরুর সন্ধিস্থলে লুক্কায়িত অমৃতের জন্য তার দেবত্ব বিসর্জন দেয়। যেমনটি দিয়েছে ইন্দ্রজিৎ,

নারী বক্ষের দোল দেখার জন্য, দেব সভার আয়োজন করে।

ভগবান শ্রীকৃষ্ণ
ষোলোশো নারীর সংস্পর্শেও
কলুষিত কখনো হয় না।

কিন্তু হারামজাদা মানুষ?


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।