আত্মানুভূতি
- অনিরুদ্ধ রনি

অনন্ত পৃথিবীর পথে মানব মানবীর ঐশ্বরিয়-
আকাঙ্ক্ষার পদতলে জীবন কেটেছে মৌহের।
একটা নিকেষ কালো আঁধারের অমাবস্যার সঙ্গে অদ্ভুত বন্ধুত্ব আলোর!
আলোর শত্রু আঁধার বন্ধুও বটে।

পুরুষত্বের আকাঙ্ক্ষায় প্রেমিকার জরায়ুভর্তি করা প্রেমিকের দল বিশুদ্ধ ভালোবাসার বদলে মৌহের শিকলে বন্ধি থেকে শরীর খোঁজে প্রেমিকার।
অমাবস্যার চরম আঁধার, সূর্যালোকের আলোর চেয়েও তীর্যক শক্তিশালি প্রেমিক আমি আজও দেখিনি!
প্রেম মৌহে মিলিয়ে যায়, পলাতক হয় প্রেম! চিরকাল প্রবঞ্চিত আত্মানুভূতি।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।