কথা আছিলো আরো কতো!
- অনিরুদ্ধ রনি

তুমি চইলা যাওয়ার পর
বৃষ্টিফোটারা মাটিরে জড়ায়া ধরতেই
স্মৃতিরা আমার চোখে আইসা
উন্মাদের মতোন দৌড়াইয়া বেড়ায়!
কানে বাইজা উঠে বিষন্নতার করুণ সুর!

অথচ কথা ছিলো
বৃষ্টি আইলে জানলার পাশে বইসা
তোমারে শক্তো কইরা বাইন্ধা রাখুম বুকের ভিত্রে
বিদ্যুৎ চমকায়া আকাশ ফাইটা পড়বো অট্টহাসিতে!
আলোরা তোমার হলদেবর্ণা মুখ ছুতেই!
তামাম জাহানের ফুলেরা
ক্লান্ত হইয়া দৌড়াইতে দৌড়াইতে,
ঝাপটাইয়া পড়বো তোমার মুখাবয়বে ফুটতে!

খোলা জানালার পাশে
বিদ্যুৎ চমকায়া আকাশ ভইরা গ্যালে আলোতে
তুমি তীব্র চুম্বনের মাঝপথে চাইবা মুখ লুকাইতে
তুমি মুগ্ধতা ছড়াইতে থাকবা হাসতে হাসতে

আর আমি কমু!
তোমার চুলে হাতে বুলাইতে বুলাইতে,
আচ্ছা খোদা কি তোমারে বানাইসে,
এমন ভয়ংকর সুন্দর কইরা হাইসা
জান্নাতি রোশনাই ছড়াইতে!
এই দ্যাখো
অ্যাকোয়ারিয়ামে মাছেরা ভাসছে
খেলছে এদিক ওদিক যাচ্ছে
আর আমি তোমার ঠোঁটে ভাইসা
রাইতেরে নিয়া যামু ভোরের দিকে!

কথা আছিলো আরো কতো!
এতো কথাদের ফালায়া তুমি হাটলা কোন পথে!


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।