সুখের ঝড়
- অনিরুদ্ধ রনি
আমার কোলে বসতে কি সঙ্কোচ হচ্ছে?
ভয় পেয়োনা, ব্যাথা পাবেনা-
যা পাবে, তা হল-কঠিন উষ্ণ অনুভূতি।
এসো, খাটের উপর বসি।
গোছানো বিছানার চাঁদর ভালো লাগেনা।
চলো, এলোমেলো করে দেই, বিছানার চাঁদর-
তোমার চুল।
চলো নষ্ট হয়ে যাই।
চলো, সৃষ্টির আদিতে ফিরে যাই;
যখন মানুষের লজ্জা ছিলোনা, বসন ছিলোনা।
আজ রাতে, দুজন আদিম হয়ে যাই।
তোমার সর্বাঙ্গে আমার ঠোটের চিহ্ন তো,
এই সাক্ষীই দেয়।
তোমার জিভের নোনা স্বাদ নেবো,
পাগল হবো- তুমিও হবে,ভীষণ হবে।
উপুড় হয়ে শোও,
আমায় দেখতে পাবেনা, শুধু অনুভব করবে।
পেছনের আঙ্গিনায় ঝড় এলে, ভয় পেয়োনা।
এ ঝড় কালবৈশেখী নয়কো, সুখের ঝড়।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।