মৃত্যুর ছোঁয়া
- অনিরুদ্ধ রনি

তুমি গোপনে এসে গেলে চলে নীরব রথের চাকাতে,
মান অভিমান সকল ভুলে শেষের গানের জয়ধ্বনিতে,
কিসের শোক কিসের তাপ, মিলে গেলো চোখের জলে,
সবই নিয়েছি মেনে, তোমার বিধান তোমারই জয়গানে,
তুমি এমন করে আসবে উড়ে ঐ মেঘের সাথে মিলিয়ে,
মৃত্যু তুমি কত যে আপন, জনম ধরে চলেছ সাথে সাথে,
একটু একটু করে, সবই হারালো রিক্ত ধূলে চোখ হতে,
দিনে দিনে ফুটেছ তুমি আলোর মতো রবির কিরণে,
তবু যে মায়া, তবু পিপাসা বেঁচেই ছিল পিয়াসী অঙ্কুরে,
কতো ঘাটে নিয়েছে টেনে কতো প্রেমের নীরব বসন্তে,
তবু কেহই ছিলনা পাশে, দিনে দিনে হয়েছে পুরনো যে,
এক তুমিই এসেছ ফিরে, নতুন নতুন প্রেমের বীজ নিয়ে,
মৃত্যু তুমি এঁকেছ ছবি নাম না জানা রঙের আবিরেতে,
তারই মাঝে উঠেছে ফুটে প্রেমেরই রবি নিজ কিরণে,
কিসের শোক, কিসের মায়া নিয়েছ টেনে নিজের করে,
দিয়ে গেলে প্রেমেরই ছাই অমৃত আগুনের মধুর স্পর্শে,
অবাক আমি দাঁড়িয়ে আছি মিছে সুরের মিছে গানেতে,
তুমি নীরব পথে আসবে হেসে আমায় হাসিয়ে ভিতরে,
জমে থাকা যতো পলি বন্ধ্য মাটি যাবে মুছে অগ্নিকণাতে,
তোমার ধোঁয়ায় উঠবে প্রেম জ্বলে অনন্ত কোন্ অসীমেতে,
আমার সকল দানের গোপন ছন্দ পাবে ভাষা শেষ গানে,
জ্বলুক প্রেমের অগ্নিবীণা তারই ছোঁয়ার শেষ মঞ্জুরিতে!


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।