আপন করেছি লিখনি
- অনিরুদ্ধ রনি
কতোদিন হলো আমি লিখতে বসিনি,
সব কাজ সেরে কলম ধরিনি,
শান্ত নিবির পরিবেশে আবেগ ছুইনি,
জানালার পাশে বসে ঠান্ডা বাতাস অনুভব করিনি,
আমার লিখনির পরম কাছের শব্দগুলো বলে,
কি বেলি ফুল আর প্রেয়সীর চুল এখন বুঝি আর মুগ্ধ করে না?
আমি বড্ড অলস হয়ে গেছি,
ডাইরিটা প্রায় চোখের সামনেই পরে, আর অভীমান করে বলে ভুলে গেছি..
লিখনির সেই সভ্যতা আমায় ছাড়বে না জানি,
কাব্য, কবিতা, আমার রক্তে মিশেছে মানি,
কিন্তু যাকে নিয়ে লিখবো সেতো আর আমার লিখনি পরবে না,
দেখবে না আমার কাব্য কথা,
তাইতো, তাইতো কিছুটা অভিমান করেছি..
অনেকদিন হলো আমি লিখতে বসিনি,
ভাবছি যাকে হাড়িয়েছি তো, হারিয়েছি,
তাতে কি হয়েছে ডায়রি আর কলমতো পেয়েছি,
লিখনিকেই আপন করে নিবো..
লিখবো, হারিয়েছি তাতে কি,
ডায়রি আর কলমতো পেয়েছি,
সব নাহয় কবিতাকেই বলবো,
শত পৃষ্ঠার লিখনির হাত ধরেই চলবো।।।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।