শেষ তবুও শেষ হলো না
- অনিরুদ্ধ রনি

তিনটি বছরতো পাড় করে ফেললাম
এর মাঝে তোমার সাথে একটি বারও দেখা হলোনা
মাঝে মধ্যেই আমার বন্ধুরা বলতো
জানিস আজ তাকে দেখেছি
আর আমি শুধু তাদের কথা শুনে যেতাম
আর ভাবতাম সে ভালো আছেতো
কিন্তু এই তিনটি বছরে আমার সাথে তোমার একটি বারও দেখা হলোনা
জানিনা ঠিক
কেন হলোনা
হয়তো এটাই নিয়োতি
তুমি কি জানো প্রতি রাতে এখনোও তোমার কথা ভাবি
নিজেকে অনেক বোকা বোকা মনে হয়
যখন দেখি নিজের অজান্তেই বালিশটা ভিজে যায়
তুমি কি জানো???
তোমার ফোন নম্বরটা আমার কাছে এখনোও আছে
হয়তো শুনলে খুব হাসবে
প্রতি রাতে যখন আমি আমার রুমের দরজাটা বন্ধ করে এসে চেয়ারে বসি
যেন মনে হয়, এখনি আমি মৃত্যুকে গ্রহন করি
আবার মনে হয়,যদি তুমি থাকতে পাশে
অনেক নালিশ করতাম
আচ্ছা ভুল করে কি কখনো আমার কথা ভেবেছো
জানি ভাবোনি,জানি ভুলে গেছো
আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে কি জানো
আমি ভালো আছি
আর সবচেয়ে বড় সত্যি কি জানো
আমি,তোমাকে এখন আর ভালোবাসিনা
ভালোবাসতে চাইনা
ভুলে যেতে চাই তোমাকে।।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।