ডিফারেন্ট ওয়ে
- অনিরুদ্ধ রনি

তুমি চলে যাচ্ছো বলে-
লেবুফুলের মতোন অমন নাগরিক সন্ধ্যায় শ্যামলী রোডে পরে থাকা ঝালমুড়ির ঠোঙার ন্যায় পরিত্যক্ত হয়ে আছে জীবন।
তুমি চলে যাচ্ছো বলে-আমি কওমী মাদ্রাসায় ফেরা বালকের মত বিষাদগ্রস্ত;যেন জীবন থেকে হারিয়ে যাচ্ছে সব সুখ।
আমাকে উপহাস করে আইসক্রীমওয়ালা,বন্ধু আবীরের বউ,খুচরো পয়সায় তিল তিল করে জমানো কাফকা,জীবনানন্দ;
তুমি চলে যাচ্ছো-চারপাশ অন্ধকার,সব ভুল-সব মেকি হচ্ছে।তবুও নতুন উঠোনের ন্যায় প্রশস্ত বুক পাও তুমি।

ভালো থেকো বলে যে পথে চলে যাচ্ছো-
আমাদের সমস্ত এ্যাসথেটিক চুমু সে পথে ফুল হয়ে ফুটুক।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।